E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় আক্রান্তে ইতালিকে ছাড়াল পেরু

২০২০ জুন ১৮ ১৫:৫৮:৪৫
করোনায় আক্রান্তে ইতালিকে ছাড়াল পেরু

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল বাদে লাতিন অঞ্চলের যে দেশগুলো করোনা মহামারিতে বিপর্যস্ত এরমধ্যে অন্যতম পেরু। দেশটিতে প্রতিদিন ভাইরাসটির প্রকোপ বাড়ছে। সরকারের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, পেরুতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজারের বেশি। এরমধ্য দিয়ে দেশটি আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল।

গত মার্চের শুরুর দিকে পেরুতে প্রথম কোভিড-১৯ পজিটিভ হিসেবে কেউ শনাক্ত হয়। এরপর দ্রুতই দেশটিতে লকডাউন ঘোষণা হলেও গত মে মাসে সেখানে ভাইরাসটির প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। ওই মাসের শেষদিকে প্রতিদিন ৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিল।

পেরু সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, মার্চে প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজারের বেশি। ব্রাজিলের পর লাতিন আমেরিকায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যায় পেরুর অবস্থান। আর বৈশ্বিকভাবে শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় সপ্তম স্থানে উঠে এেসেছে দেশটি।

উত্তর ও দক্ষিণ আমেরিকা এখন বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র। ওই অঞ্জলে ৪০ লাখের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ২ লাখ ৪ হাজারের বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশেষ করে ব্রাজিল, চিলি ও পেরুতে সংক্রমণ অনেকটা বাড়ছে।

কিছু অঞ্চলে ভাইরাসটির সংক্রমণ বাড়তে থাকায় পেরু সরকার লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ হাজার ৭৫২ জন শনাক্ত হয়েছে। গত মে মাসের ৩১ তারিখ সর্বোচ্চ শনাক্তের তুলনায় অবশ্য এই সংখ্যা প্রায় অর্ধেক।

(ওএস/এসপি/জুন ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test