E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সশস্ত্র বাহিনীতে ৪ হাজারের বেশি করোনায় আক্রান্ত

২০২০ জুন ২০ ১৫:৩৫:৪৩
সশস্ত্র বাহিনীতে ৪ হাজারের বেশি করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার : সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সবাই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য।

এদিকে শনিবার (২০ জুন) সকাল ১০টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী।

এছাড়া দেশে শুক্রবার দুপুরের আগে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৮৮ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে।

(ওএস/এসপি/জুন ২০, ২০২০)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test