E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা থেকে সুস্থ ১ কোটি ১৪ লাখের বেশি

২০২০ আগস্ট ০৩ ১৭:১২:১১
করোনা থেকে সুস্থ ১ কোটি ১৪ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪৬ হাজার ৩৩৯ জন।

ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৩ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ কোটি ১৪ লাখ ৫৩ হাজার ৮০৯ জন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে।

এদিকে, করোনায় আক্রান্তের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত ও মৃত্যু এখন পর্যন্ত সবচেয়ে বেশি। সংক্রমণে আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ১৩ হাজার ৬৪৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৮ হাজার ৩৬৫ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৩ লাখ ৮০ হাজার ২১৭ জন।

সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৩৩ হাজার ৬৭৭। এর মধ্যে মারা গেছে ৯৪ হাজার ১৩০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ১৮ লাখ ৮৪ হাজার ৫১ জন।

এদিকে, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫০ হাজার ৭২৩। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৩৬৪ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১১ লাখ ৮৮ হাজার ৬৫০ জন।

প্রথমদিকে রাশিয়ায় সংক্রমণ সেভাবে না ছড়ালেও এখন করোনার প্রকোপ বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ২৬৪ জন। এর মধ্যে মারা গেছে ১৪ হাজার ২০৭ জন। দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৫৩ হাজার ৫৯৩ জন।

অপরদিকে, দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৪৮৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৬৬ জনের। দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ লাখ ৪৭ হাজার ২২৭ জন।

(ওএস/এসপি/আগস্ট ০৩, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test