E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই বরিশাল বিভাগে

২০২০ সেপ্টেম্বর ১৩ ১৮:১১:৩৫
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই বরিশাল বিভাগে

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৩৩ জনে। ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো বরিশাল বিভাগে করোনায় কোনো রোগী মারা যায়নি।

মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

১৩ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বমোট করোনায় মৃত ৪ হাজার ৭৩৩ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ২৯৩ জন (৪৮ দশমিক ৪৫ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার একজন (২১ দশমিক ১৫ শতাংশ), রাজশাহী বিভাগে ৩১৯ জন (৬ দশমিক ৭৪ শতাংশ), খুলনা বিভাগে ৪০১ জন (৮ দশমিক ৪৭ শতাংশ), বরিশাল বিভাগে ১৮০ জন (৩ দশমিক ৮০ শতাংশ) সিলেট বিভাগে ২১২ জন (৪দশমিক ৪৮ শতাংশ), রংপুর বিভাগে ২২৫ জন (৪ দশমিক ৭৫ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০২ জন (২ দশমিক ১৬ শতাংশ) রয়েছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test