E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

অ্যাটর্নি জেনারেলের করোনা নেগেটিভ, আছেন আইসিইউতেই

২০২০ সেপ্টেম্বর ২০ ১৫:১০:৪৫
অ্যাটর্নি জেনারেলের করোনা নেগেটিভ, আছেন আইসিইউতেই

স্টাফ রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের করোনা (কোভিড-১৯) পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি।

রবিবার (২০ সেপ্টেম্বর) মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি (অ্যাটর্নি জেনারেল) করোনামুক্ত হয়েছেন। আগের থেকে ভালো আছেন। সকালে নাস্তা করেছেন। ছেলে-মেয়েরা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজখবর নিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন বিনতা মাহবুব।

করোনা আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ১৮ সেপ্টেম্বর ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। ‍

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২০)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test