E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সপরিবারে করোনা আক্রান্ত বরকত উল্লাহ বুলু

২০২০ নভেম্বর ২৭ ১৩:০১:৫১
সপরিবারে করোনা আক্রান্ত বরকত উল্লাহ বুলু

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকানের ফল পজিটিভ আসে। এরপর রাতে তারা রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন।

সেখানে বুলু পরিবার ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বরকত উল্লাহ বুলু।

(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০২০)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test