E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুলের হোস্টেলে একসঙ্গে ২২৯ জন করোনা আক্রান্ত

২০২১ ফেব্রুয়ারি ২৫ ১৬:১১:৪৩
স্কুলের হোস্টেলে একসঙ্গে ২২৯ জন করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি স্কুলের হোস্টেলে একসঙ্গে ২২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২২৫ জন ছাত্র এবং চারজন শিক্ষক রয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের বেশিরভাগ অমরাবতী থেকে এসেছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ওয়াসিম জেলার ওই হোস্টেলে গত সপ্তাহে ২৬ ছাত্রকে করোনা পজিটিভ অবস্থায় পাওয়া যায়। তারপর সকল শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করা হয়। ওই হোস্টেলকে ইতোমধ্যে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৮০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এছাড়া একই সময়ে মারা যান ৮০ জন। এখন পর্যন্ত এই রাজ্যে মোট ২১ লাখ ২১ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হয়।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test