E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

করোনার এক বছর : মৃত্যু ৮৪৬২, শনাক্ত সাড়ে ৫ লাখ

২০২১ মার্চ ০৭ ১৬:১৮:২৩
করোনার এক বছর : মৃত্যু ৮৪৬২, শনাক্ত সাড়ে ৫ লাখ

স্টাফ রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৬২ জনে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৪ হ‌াজার ৫৪টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৪৬ হাজার ২০৫টি।

এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬০৬ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনে দাঁড়াল।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার তিনজন।

রবিবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। রোববার পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৪৬২ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৯৮ জন (৭৫ দশমিক ৬০ শতাংশ) ও নারী দুই হাজার ৬৫ জন (২৪ শূন্য ৪০ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব সাতজন।

বিভাগওয়ারী হিসেবে মৃত ১১ জনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে চারজন এবং খুলনা বিভাগে একজন।

(ওএস/এসপি/মার্চ ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test