E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৪ ঘন্টার ব্যবধানে মির্জা আজম করোনা নেগেটিভ

২০২১ মার্চ ১৮ ১২:৫৯:৫৬
২৪ ঘন্টার ব্যবধানে মির্জা আজম করোনা নেগেটিভ

জামালপুর প্রতিনিধি : করোনা পজিটিভ রিপোর্ট আসার পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির। ২৪ ঘন্টার ব্যবধানে রিপোর্ট পজিটিভ থেকে নেগেটিভ আসায় তিনিসহ স্বস্তি প্রকাশ করেছেন জামালপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার রাতে মির্জা আজম এমপি নিজেই এই তথ্য জামালপুরের গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তার জন্য দোয়া করায় জামালপুরসহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এই সংসদ সদস্য।

জামালপুর আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে প্রথম নমুনা দেন। এতে রিপোর্ট পজেটিভ আসে। শরীরে করোনার কোনো উপসর্গ অনুভূত না হওয়ায় তার মনে সন্দেহ দেখা দেয়। তাই মঙ্গলবার সকালে তিনি ওই সেন্টারে পুনরায় নমুনা দেন। বুধবার হাতে আসা রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।

মির্জা আজম এমপি জানান, দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সেই সঙ্গে আমার জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সুস্থ আছি। আমার কোনো শারিরীক জটিলতা দেখা দেয়নি।

একই আসন থেকে টানা ছয়বারের নির্বাচিত এই এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এর আগে তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

(আরআর/এসপি/মার্চ ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test