E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিল্লিতে ১৩ মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ, মৃত্যু ৯

২০২১ জুন ২৭ ১৫:২৫:২৯
দিল্লিতে ১৩ মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ, মৃত্যু ৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই কমছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৮৫ জন। গত বছর ১ মের পরে ফের এত কম দৈনিক সংক্রমণ দিল্লিতে। খবর : আনন্দবাজার পত্রিকা।

শনিবার দিল্লির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমণের হার ০.১২ শতাংশ, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন। ২৪ ঘণ্টায় রাজধানীতে মৃত্যু হয়েছে ৯ জনের। দিল্লিতে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯৬১ জনের। দৈনিক সংক্রমণ কমায় দিল্লিতে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৮ জন।

১৬ ফেব্রুয়ারির পরে গত সোমবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০- র নিচে নেমেছিল। যদিও তার পরে ফের তা ১০০-র বেশি হয়। শনিবার সেই সংখ্যা আবার ১০০-র নীচে নেমেছে।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও এখনই নিশ্চিন্ত হওয়ার কথা বলছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তিনি জানিয়েছেন, দিল্লিতে ফের তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই প্রশাসনকে তৎপর থাকতে বলা হয়েছে, যাতে ফের আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়।

(ওএস/এসপি/জুন ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test