E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ জনের

২০২১ জুলাই ০৮ ০৮:৩৫:৩০
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ জনের

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫১৫টি নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ৩৭ দশমিক ০৮ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে জীবননগর উপজেলার একজন, সদরের চারজন, দামুড়হুদার একজন এবং আলমডাঙ্গার ছয়জন রয়েছেন।

নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৭৭ জন, আলমডাঙ্গার ৩৫ জন, দামুড়হুদার ৩১ জন এবং জীবননগরের ৪৮ জন রয়েছেন।

বর্তমানে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৭৫৩ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৬২১ জন এবং হাসপাতালে আছেন ১৩২ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৬৬ জনে। এদিন সুস্থ হয়েছেন ২৬ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৫ জন।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test