E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৬

২০২১ জুলাই ৩১ ১২:২৩:১৪
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৬

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে  ছয় জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৫৪২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা- ২৯ ও বেসরকারি হাসপাতালে ছয়জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২১১ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১২১ জন। হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৯২জন।

শনিবার সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের ৯ম দিন। প্রধান প্রধান সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করলেও শহরের রাস্তাগুলোতে ইজিবাইক মহেন্দ্র, ব্যাটারীচালিত ভ্যানসহ ছোটখাট যানবাহন যথারীতি চলছে। শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। তবে গত তিন দিন ব্যাপক বৃষ্টির কারণে শহরে কিছুটা লোকসমাগম কমেছে।

(আরকে/এএস/জুলাই ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test