E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

বরিশালে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৫

২০২১ আগস্ট ০১ ১৯:২৬:১১
বরিশালে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৫

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

একই সময়ে নতুন করে ৬৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮২৯ জনে। এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪১ জন।

রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ২৫৩ জন, পটুয়াখালীতে ১৩৭ জন, ভোলায় ৮৭ জন, পিরোজপুরে ৪৫ জন, বরগুনায় ৮৬ জন এবং ঝালকাঠিতে ৭৭ জন রয়েছেন।

(টিবি/এএস/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test