E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় আরও ৯ জনের মৃত্যু

২০২১ আগস্ট ০৭ ১১:৪১:৪৮
কুষ্টিয়ায় আরও ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : করোনায় আক্রান্ত ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আট জন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গত ৬ আগস্ট করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ১২ জন।

শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত আছে। শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২২৭ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৪২ জন।

হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে কুষ্টিয়া জেলায় শনাক্তের সংখ্যাও হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২১৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত হন। শনাক্তের হার ৩৪ দশমিক ২৪ ভাগ।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০৮ জন। নতুন করে শনাক্ত হওয়া ৭৫ জনের সবাই কুষ্টিয়া সদর উপজেলার। বাকি ৫টি উপজেলায় কেউ শনাক্ত হয়নি।

এখন পর্যন্ত জেলায় ৯০ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৪ হাজার ৬৫৪ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ১০৭ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৬৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৮৪০ জন।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test