E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জুলাই মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

২০২১ আগস্ট ০৮ ১৬:৩১:২৯
জুলাই মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার : চলমান করোনা সংক্রমণের মধ্যে দেশে চলতি বছরের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত জুলাই মাসে। এ মাসে সর্বোচ্চ ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়।

রবিবার (৮ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে জুম কনফারেন্সে বক্তব্যকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন রোগীর করোনা শনাক্ত হয়। আর আগস্টের শুরু থেকে ৭ আগস্ট পর্যন্ত ৯৩ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছে।

গত এক মাসে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, চলতি বছরে জেলা ওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে- ঢাকা জেলায় সর্বোচ্চ ৪ লাখ ৫৮ হাজার ৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। ৮৫ হাজার ৮৮৬ জন রোগী শনাক্তের মাধ্যমে চট্টগ্রাম জেলা রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। আর রাজশাহী জেলায় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২০৯ জন।

(ওএস/এসপি/আগস্ট ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test