E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে একদিনে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

২০২১ আগস্ট ১৪ ১৪:৫৭:৫৩
বরিশালে একদিনে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিন্ম। আর এ সময়ের মধ্যে শনাক্তের দ্বিগুন ৩৪৫ জন সুস্থতা লাভ করেছেন।

শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭০ জন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭৬২ জনে। একইসময়ে সুস্থ হয়েছে ৩৪৫ জন। যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৪৭ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় ৯৩ জন, পিরোজপুরে সাত জন, বরগুনায় দুই জন ও ঝালকাঠিতে একজন।

(টিবি/এসপি/আগস্ট ১৪, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test