E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

২০২১ আগস্ট ২৫ ১০:২৬:৫৭
ময়মনসিংহ মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

বুধবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আবু আলী (৮৭), ত্রিশাল উপজেলার আব্দুল মোতালেব (৬৫), গফরগাঁও উপজেলার আমেনা বেগম (৯০) ও ভালুকা উপজেলার আবুল কাসেম (৮০)।

উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের নাসরিন (৩০), ত্রিশাল উপজেলার মজিদা খাতুন (৭০), ভালুকা উপজেলার সালমা (৭০), মুক্তাগাছা উপজেলার আনোয়ারা বেগম (৫০), হালুয়াঘাট উপজেলার আব্দুর রহমান (৭২) এবং জামালপুরের ইন্তাজ আলী (৭৫)।

হাসপাতাল সূত্র জানায়, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ১১ জনসহ হাসপাতালে চিকিৎসাধীন ১৯৮ জন। করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়েছেন ২৫ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮০৩টি নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test