E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু

২০২১ আগস্ট ২৫ ১০:২৯:৫৯
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন আর উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই সময় ২৭০টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫৬ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৮ জন। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭০৯ জন।

নতুন করে শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৮ জন, কুমারখালীতে পাঁচজন, দৌলতপুরে একজন, ভেড়ামারায় আটজন, মিরপুরে নয়জন এবং খোকসা উপজেলায় একজন রয়েছেন।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test