E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু

২০২১ সেপ্টেম্বর ০৪ ১০:২৯:৩২
ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেব আলি (৮০), আনোয়ারা (৪০), জিসান (১৬), নান্দাইলের শাহনাজ (৪০), ভালুকার হাসমত আলি (৭৫), ফুলবাড়িয়ার আবুল হোসেন (৭০) ও জামালপুর সদরের নাসিমা (২২)।

মহিউদ্দিন জানান, আইসিইউতে আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৭ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছের ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৮৭টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২১ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test