E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বে করোনা থেকে সুস্থ ২১ কোটি ৫৩ লাখের বেশী

২০২১ অক্টোবর ১০ ০৯:২৩:২৭
বিশ্বে করোনা থেকে সুস্থ ২১ কোটি ৫৩ লাখের বেশী

আন্তর্জাতিক ডেস্ক : কিছুটা নিম্নমূুখী হচ্ছে বিশ্বে করোনা আক্রান্তের সূচক। কিন্তু এর মধ্যেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর হার আশঙ্কাজনক অবস্থাতে রয়েছে বলে মনে করছেন স্বাস্থবিদরা। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৯৯৭ জন। করোনায় মৃতের সংখ্যা ৪৮ লাখ ৬০ হাজার ৪৯০ জন। সুস্থ হয়েছেন ২১ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ২৩৯ জন।

শনিবার রাত সাড়ে ১০ টায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮৮৭ জন। মোট মৃতের সংখ্যা ৭ লাখ ৩২ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৯৪২ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ২৫০ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৫২৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৭৩০ জন। মারা গেছেন ৬ লাখ ৪৯৩ জন।

চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ২০ হাজার ৭১৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৬৯৭ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৭৭ লাখ ৪৬ হাজার ৭১৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৪৫৩ জন।

আশার কথা হচ্ছে, করোনা আক্রান্ত ও মৃতের হার কমে আসছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করেছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারতসহ বিশ্বের উন্নত থেকে উন্নয়নশীল দেশগুলোতে টিকাদান কার্যক্রম চলছে। বাংলাদেশেও চলছে করোনার টিকাদান। অনুন্নত দেশগুলোতেও বিনামূল্যে টিকাদান কর্মসূচি চলছে।

(ওএস/এএস/অক্টোবর ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test