E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনার টিকাগ্রহীতার সংখ্যা ছয় কোটি ছাড়ালো

২০২১ অক্টোবর ২৫ ১৩:১২:২২
করোনার টিকাগ্রহীতার সংখ্যা ছয় কোটি ছাড়ালো

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুরোধে চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করার পর থেকে এ পর্যন্ত সারাদেশে ছয় কোটির বেশি মানুষ টিকা নিয়েছেন।

রবিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টিকা নেওয়া মানুষের সংখ্যা মোট ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে। মোট টিকাগ্রহীতার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। একই সময়ের মধ্যে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৮২২ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৯৮ হাজার ১৬৮ জন নিবন্ধন করেছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৭ লাখ ২২ হাজার ৫৮২ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ১৮১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৪০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ অক্টোবর পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৬০৫ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮০ লাখ ২১ হাজার ৩১৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ৩৮ হাজার ২৮৬ জন। ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২১২ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৮১ হাজার ১৬৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ হাজার ৪৮৯ জন।

সিনোফার্মের দুই ডোজ টিকা নিয়েছেন ৪ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩২৩ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৭৭৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫৪৮ জন। এছাড়া মর্ডানার দুই ডোজ টিকা নিয়েছেন ৫২ লাখ ৭৮৩ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ ৯৮ হাজার ১৯২ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ লাখ ২ হাজার ৫৯১ জন।

(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test