E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় মৃত্যু নামলো দুইজনে

২০২১ নভেম্বর ০১ ১৭:০৮:৩৪
করোনায় মৃত্যু নামলো দুইজনে

স্টাফ রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। যা দেড় বছর পর এ ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু।

এর আগে গত বছরের ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর একই বছরের ৪ এপ্রিল মৃত্যু বেড়ে হয় দুইজন। তখন থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। যা একসময় ২০০ ছাড়ায়।

এরপর চলতি বছরের ২৮ আগস্ট থেকে শ’য়ের নিচে নামে মৃত্যু। সবশেষ সোমবার (১ নভেম্বর) মৃত্যুর সংখ্যা কমে হলো দুইজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৮৭০ জন।

সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুইজনই নারী। এই দুজনই ঢাকা বিভাগের। তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এসময়ে বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ হাজার ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৩৪ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

এখন পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।

(ওএস/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test