E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে

২০২১ নভেম্বর ০৩ ০৯:২৬:১৯
বিশ্বে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসের অভিঘাত ক্রমে শিথিল হচ্ছে। দেশে দেশে কমছে সংক্রমণ ও মৃত্যুর হার। তবে সবশেষ ২৪ ঘণ্টায় বৈশ্বিক পর্যায়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ছয় হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ লাখ ২৭ হাজার ৭৯৩ জনে দাঁড়ালো।

আগের দিনের চেয়ে দৈনিক শনাক্তও বেড়েছে ৩৫ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে তিন লাখ ৬৮ হাজার ৪১৮ জন নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৮৮৭ জন।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির প্রতি মুহূর্তের আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার (৩ নভেম্বর) সকালে পাওয়া সবশেষ তথ্যে এ চিত্র উঠে আসে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত যুক্তরাষ্ট্রে আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন-ব্রাজিল-তুরস্ক। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৭৭৬ জন আর মারা গেছেন ৯২৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৭৫৩ জন এবং মোট মারা গেছেন সাত লাখ ৬৮ হাজার ৬৯২ জন।

দৈনিক মৃত্যুতে শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার আটজন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৮৫ লাখ ৯৩ হাজার ২০০ জন এবং মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৪০ হাজার ৮৭১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে শনাক্ত কমলেও বেড়েছে প্রাণহানি। এ সময়ে ইউরোপের এ দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ২৯২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ৯১ লাখ ৩০ হাজার ৮৫৭ জন আক্রান্ত এবং এক লাখ ৪০ হাজার ৯৬৪ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ছয় হাজার ৪৩১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ১৮ লাখ ২১ হাজার ১২৪ জন এবং মোট মারা গেছেন ছয় লাখ আট হাজার ৭১ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা এশিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৯৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট তিন কোটি ৪৩ লাখ ছয় হাজার ১৭৭ জন আক্রান্ত এবং চার লাখ ৫৯ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত একদিনে ইরানে ১৬০ জন, তুরস্কে ২২৪ জন, ইউক্রেনে ৭০০ জন, ফিলিপাইনে ১২৮ জন এবং মেক্সিকোতে ৯৯ জন মারা গেছেন।

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test