E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

২০২১ নভেম্বর ২৭ ১৭:৫২:৫০
দেশে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

স্টাফ রিপোর্টার : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ একজন এবং নারী একজন। সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৭৫ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনে।

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ২৪৭ জন।
এ সময়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

মৃত ২৭ হাজার ৯৭৫ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯০১ জন ও নারী ১০ হাজার ৬৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত দুইজনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব একজনের মৃত্যু হয়। মৃত দুইজনই ঢাকা বিভাগের।

দেশে গত বছরের ১৮ মার্চ থেকে আজ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯৭৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯০০ জন ও নারী ১০ হাজার ৬৭ জন।

(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test