E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড

২০২৩ এপ্রিল ০৫ ১৪:৫৪:৪৬
ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। যা আগের দিনের তুলনায় ৪৬ শতাংশ বেশি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একই সঙ্গে দেশটিতে অ্যাক্টিভ কেসের হারও বেড়েছে।

দেশটিতে একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩৮। ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে দেখা গেছে। গত কয়েকদিনে দেশে করোনা রোগীর সংখ্যাবৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৭৭৭।

এদিকে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১ জনে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছে ১ হাজার ৯৭৯ জন।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৭১৯। করোনা সংক্রমণে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন। এর মধ্যে চারজন মহারাষ্ট্রে, একজন করে ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, পুদুচেরি, রাজস্থান এবং চারজন কেরালার। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ।

দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৭১২ জন। অপরদিকে মৃত্যর হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৯ শতাংশে।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test