E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় মৃত্যু নামলো একশোর নিচে, শনাক্ত ৩৬৩৩৭

২০২৩ এপ্রিল ১০ ১১:৫২:৩৮
করোনায় মৃত্যু নামলো একশোর নিচে, শনাক্ত ৩৬৩৩৭

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৩৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৩৭ হাজার ৭১৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ১৪৮ জনে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়ার পরেই জাপান, ফিলিপাইন ও সার্বিয়ার মতো দেশগুলোর অবস্থান।

সোমবার (১০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ২ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯ লাখ ১৪ হাজার ৫৫ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৩২৪ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮ জন এবং মারা গেছেন ৩৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৯৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫৭০ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২০১ জন এবং মারা গেছেন ১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৬ হাজার ৮৯৯ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ১৫ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৯২৭ জন শনাক্ত এবং মারা গেছেন ৭৪ হাজার ৯৬ জন মারা গেছেন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে শনাক্ত ২৫৩ জন এবং মারা গেছেন ৩ জন, অস্ট্রিয়ায় শনাক্ত ১ হাজার ৮০ জন, ইন্দোনেশিয়ায় শনাক্ত ৫৬৫ জন এবং মারা গেছেন ২ জন, ফিলিপাইনে শনাক্ত ১৭৭ জন এবং মারা গেছেন ৪ জন, সার্বিয়ায় শনাক্ত ৩৬৫ জন এবং মারা গেছেন ৩ জন।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test