E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৬৬ দিন পর করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৮৯

২০২৩ জুন ০২ ১৮:৪৫:৫৮
৬৬ দিন পর করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৮৯

স্টাফ রিপোর্টার : দেশে হঠাৎ করে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮৩ জন ঢাকা মহানগর, ৩ জন রাজশাহী, ২ জন পাবনা ও একজন সিলেট জেলার বাসিন্দা। ৬৬ দিন পর করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৮ মার্চ একজন মারা গিয়েছিল।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৮ জন।

শুক্রবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৫০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫১৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬৩১৩ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

(ওএস/এসপি/জুন ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test