E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ফরিদপুর থেকে যাচ্ছে ৩৫ লঞ্চ

২০২২ জুন ২৪ ২৩:২৪:২৪
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ফরিদপুর থেকে যাচ্ছে ৩৫ লঞ্চ

দিলীপ চন্দ, ফরিদপুর : দক্ষিণ পশি্চমাঞ্চেলর অঞ্চলের গন মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, শামীম হক, সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, শ্রমিক নেতা গেলাম মোঃ নাছির, আলহাজ্ব মিঠু মিয়ার নেতৃত্বে, ১০-১২ হাজার নেতাকর্মী পদ্মা পাড়ে উপস্থিত হবেন।

এ জন্য জেলার বিভিন্ন উপজেলা হতে আগত নেতা/ কর্মীরা ৩৫ লঞ্চ ট্রলারে যাত্রী বাহী লঞ্চে পদ্মাসেতুতে পৌঁছাবেন।

এছাড়া সড়ক পথেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ ফরিদপুর থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব, শামীম হক গনমমাধ্যম কে বলেন, ২৫ জুন ভোর ৫:০০ টায়, বিভিন্ন উপজেলা থেকে আগন্তুকরা পদ্মা সেতু উদ্বোধনীয় অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা করবেন।

এর মধ্যে ফরিদপুর সদর। সিএন্ডবি এলাকায় দৌলতদিয়া- ঘাট হতে ভাড়া করা ১৫ যাত্রীবাহী লঞ্চ এসে ঘাটপ পৌঁছে গেছে একই সাথে ঘাটে রেডি রয়েছে আর ২০ টি ট্রলার।

এই লঞ্চ ও ট্রলারে প্রত্যেক নেতা/ককর্মীরা নৌযানে উঠার আগেই তাদের হাতে খাবার পৌঁছে দেওয়া হবে।।
বিষয়টি নিশ্চিত করছেল জাতীয় শ্রমিকলীগের সদর থানার সদস্য সচিব আলহাজ্ব মিঠু মিয়া।

উল্লেখিত বিষয় ডিক্রীচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু জানান, পদ্মাসেতুতে যাইতে যতো প্রকার ব্যবস্হা নেয়া দরকার তাহা আওয়ামীলীগের পক্ষ হতে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজলায় প্রস্তুতিমূলক সভাও হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসবমুখর দেখা গেছে।

এদিকে পদ্মা সেতু উদ্বোধন কে ঘিরে ফরিদপুর জেলায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে জেলা এছাড়া শহরের বড় বড় মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব, কবিরুল ইসলাম সিদ্দী ইনকিলাবকে বলেন, পদ্মাসেতু উদ্বোধন কে কেন্দ্রো করে জেলা সদরের সব জাশগায় ঈদের আনন্দ বিরাজ করছে। এই উপলক্ষ্যে প্রেসক্লাবের সকল সাংবাদিকরা জেলা প্রশাসনের আয়োজিত উৎসবমুখর গনর্যরলীতে অংশগ্রহণ করবেন, ইনশাল্লাহ।

ফরিদপুর সিএন্ডবি লঞ্চঘাটটি পরিদর্শনে করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।

(ডিসি/এসপি/জুন ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test