E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কনসার্টে গাইবেন যারা

২০২২ জুন ২৪ ২৩:৪৯:১১
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কনসার্টে গাইবেন যারা

বিনোদন প্রতিবেদক : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে শনিবার (২৫ জুন)। এ উপলক্ষে চারদিকে বইছে খুশির জোয়ার। সেই খুশির মাত্রা আরেকটু বাড়াতে আয়োজন করা হয়েছে কনসার্ট।

ঢাকার পাশেই কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে শনিবার বিকেলে কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কনসার্টটি আয়োজন করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কনসার্টে গান করবেন ‘সা রে গা মা পা’ খ্যাত সংগীতশিল্পী নোবেল, প্রতীক হাসান, ইশরাত জাহান জুঁই, ঝিলিক, নোলক বাবু, সন্ধ্যা, অতনু, পায়েল, নদীসহ মোট ১০জন শিল্পী। উপস্থাপনা করবেন দেবাশিষ বিশ্বাস।

জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শিল্পীরা জানান, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ আয়োজনে থাকতে পারা তাদের জন্য অন্যরকম আনন্দের।

(এমএস/এসপি/জুন ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test