E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পদ্মা সেতু পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে

২০২২ জুন ২৫ ১২:২৩:৪৩
পদ্মা সেতু পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলে উল্লেখ করেছেন  দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, এটি যে আমাদের উৎসব, আনন্দ এবং গর্বের বিষয়, আজ তা পুরো জাতির মধ্যে প্রকাশ পাচ্ছে। ১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন, এ জাতিকে দাবায়ে রাখতে পারবা না, তার একটা নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু দিয়ে আসা মানুষ, বাস ও ট্রাকগুলো দক্ষিণ সিটি করপোরেশনের মধ্য দিয়ে প্রবেশ করবে। দক্ষিণ সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আন্তঃজেলা বাসগুলোর জন্য আমরা ৪টি টার্মিনাল করছি। যেন বাস ট্রাকগুলো সরাসরি ঢাকার ভেতর দিয়ে গাজীপুর বা উওরে না যায়। তারা যেন টার্মিনালে থামাতে পারে, এরপর যাত্রীরা ঢাকার ভিতর অন্য বাহন নিয়ে গন্তব্যে যায়, আমরা সেটা বিবেচনা করছি।

(ওএস/এএস/জুন ২৫, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test