E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি প্রমাণ করতে পারলে ধন্যবাদ দেবো’

২০২২ জুলাই ০২ ১৩:১২:১১
‘পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি প্রমাণ করতে পারলে ধন্যবাদ দেবো’

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি প্রমাণ করতে পারলে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হবে- বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যে প্রকল্পে দুর্নীতি হয়, সে প্রকল্পের জন্য ধন্যবাদ দিতে পারি না। কোন খাতে কত ব্যয় হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, ‘আইনমন্ত্রী বললেন-খালেদা জিয়াকে দাওয়াত দিতে কোনো বাধা নেই। তাহলে খালেদা জিয়াকে দাওয়াত দিতে বাধা হলো কেন ? খালেদা জিয়াকে দাওয়াত না দিয়ে দেওয়া হয়েছে দলের কয়েকজন নেতাকে। আমরা যদি ওই দাওয়াত কবুল করতাম, তাহলে রাস্তায় হাঁটতে পারতাম?’

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়-এমন সিদ্ধান্তে সব রাজনৈতিক দলকে অটল থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘একটা জায়গায় অটল থাকেন-এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’

এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test