E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২২ জুলাই ০৩ ১৮:৫৭:৩৩
পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

জানা গেছে, সকাল ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে। টুঙ্গিপাড়া পৌছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যদের থাকার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া আসবেন। তিনি বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দিন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাটে নব নির্মিত বঙ্গবন্ধু মেমোরিয়াল ল্যান্ডিং স্টেশন পরিদর্শণে যাওয়ার কথা রয়েছে বলে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানিয়েছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সমন্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকার প্রধানের এ সফর নির্বিঘেœ সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

৩ স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টুঙ্গিপাড়ায় কাজ করছেন।

(টিকেবি/এসপি/জুলাই ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test