কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল বলেছেন, জাতির পিতার আদর্শের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, থাকবেন চিরদিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানী দিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার। এ বানী দিয়েই কিন্তু তিনি বসেন থাকেননি। তিনি বাংলাদেশের সকল ধর্ম-বর্ণের মানুষকে যার যার ধর্ম-কর্ম স্বাধীন ভাবে পালনে আন্তরিক ও সাধ্যমত আর্থিক সহায়তা করে যাচ্ছেন। অধ্যাপক অপু উকিল আরও বলেন, বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায়, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বে, যে জন্য মানুষ যার যার ধর্ম-কর্ম স্বাধীন ভাবে পালন করতে কোন অসুবিধা হচ্ছে না। আজ যদি বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকত তাহলে হয়তবা আজকের এই অনুষ্ঠানটিই এখানে করতে পারতাম না। তিনি সকলকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে সকলের প্রতি অনুরোধ জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, সনাতন ধর্ম মতে দেবী দূর্গার আগমনে সকল অশুভ শক্তি পরাজিত হয়ে শান্তি প্রতিষ্ঠা হয়। এবার দেবী দূর্গার আগমনে সকল অশুভ শক্তি পরাভূত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও মানবতা। এ সময় তিনি মায়ানমারে সেনাবাহিনীর সদস্যদের হাতে রোহিঙ্গা নিধনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান, একই সঙ্গে রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। শনিবার বিকালে কেন্দুয়া উপজেলা সদরের সাউদপাড়াস্থ নিজ বাসভবন প্রাঙ্গনে নেত্রকোনা-৩, আসনের কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকার ৭৫ টি পূজা মন্ডপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং অসীম কুমার ও অপু উকিলের ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি কেন্দুয়া-আটপাড়ার পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ, পূজারীগণ এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যারা সহযোগীতা করে যাচ্ছেন, তাদের সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা ও আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম। তারা তাদের বক্তব্যে বলেন, পূজা উদযাপন কালে কোন বিশৃঙ্খলা হবে না। যদি কেউ পূজা উদযাপনে বাধাঁ সৃষ্টি করে তাহলে সমাজের সকলকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির পক্ষে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক নিরঞ্চন পাল সৈকত, সন্তোষ সরকার, রাখাল বিশ্বাস, অমর কৃষ্ণ দেবনাথ, অধ্যাপক সমীর কুমার শর্মা ও সুসেন সাহা রায় প্রমুখ। এ সময় কেন্দুয়া ও আটপাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবমহিলা লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(এসবি/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৭)