সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার বরেণ্য ভাষা সৈনিক, ভুমিহীন আন্দোলনের অগ্নি পুরুষ অ্যাড. আব্দুর রহিমের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক আনিসুর রহিমের সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, প্রেক্লাব সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, টিআইবি জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সাধারণ সম্পাদক সুধাংশ শেখর সরকার, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. ফাহিমুল হক কিসলু, কৃষিজোটের সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, জেলা গনফোরামের সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মরহুম এড.আব্দুর রহিমের ছেলে জাতীয়পার্টির নেতা আবু জাহিদ তপন প্রমুখ।

বক্তারা অ্যাড. আব্দুর রহিমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাতক্ষীরার রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসন ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ গণ মানুষের কল্যানে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। আজ জেলায় পুলিশের অত্যাচার, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে কথা বলার কোন লোক কমে গেছে। অথচ প্রয়াত আব্দুর রহিম বেঁচে থাকলে পুলিশ এত নিষ্ঠুর হতে পারতো না।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৭)