সাতক্ষীরা প্রতিনিধি : দুর্নীতিমুক্ত, সুখি ও সমৃদ্ধ সমাজ গঠনে জীবন, পেশা ও কর্মক্ষেত্রে শুদ্ধাচার নিশ্চিতের আহবান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। 

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, আত্মশুদ্ধি ও যথার্থ মূল্যায়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশ অচিরেই একটি উন্নত দেশে পরিণত হবে। এ বিষয়ে সকলকে জাগ্রত করার সময় এসেছে। কারো বিবেক যেনো ঘুমিয়ে না থাকে সেজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ড হতে হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। এজন্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস সঞ্চয় করতে হবে।

এ প্রসঙ্গে তিনি সরকারি অফিসে গনশুনানী, আইনশৃংখলা রক্ষা, বাল্য বিবাহ রোধ, পরীক্ষায় নকল বন্ধ, তথ্য প্রদানে সহযোগিতার কথা তুলে ধরে বলেন, এককভাবে কোনা ব্যক্তি নয়, সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শুদ্ধাচার সদাচার এবং দুর্নীতিবিরোধী স্বচ্ছ কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা প্রতিশ্র“তিবদ্ধ। এক্ষেত্রে পিছ পা হওয়া চলবে না।

কর্মশালায় জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব এনএম জিয়াউল হক, অতিরিক্ত সচিব সুলতান আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন, সিভিল সার্জন ডা.তৌহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুদেব কুমার বিশ্বাস, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, সাংবাদিক সুভাষ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা পিটিআই সুপার মহাদেব ব্যানার্জি, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ প্রমুখ।

এর আগে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশলের যাবতীয় বিষয় তুলে ধরা হয়।

কর্মশালায় শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারগণ, সাংবাদিক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৭)