শেরপুর প্রতিনিধি : শেরপুর শহরের নবীনগর এলাকায় ঘাস কাটতে গিয়ে সেচঘরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম (৩৪) নবীনগর গাইরাল বাড়ি এলাকার আব্দুল হালিমের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে অনতিদূরে একটি ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে যান কাঠ মিস্ত্রী জহুরুল। এসময় ওই খেতের আইল দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত একটি সেচঘরের সক্রিয় বৈদ্যুতিক তার আইলের পাশের একটি লোহার খুঁটির সঙ্গে লাগানো ছিল। বিষয়টি বুঝতে না পেরে সেই লোহার খুঁটিটি ধরে আইল পার হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, কৃষক মাহমুদ মিয়ার ওই পরিত্যক্ত সেচঘরের পাশের খুঁটিতে এর আগেও আরো কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। কিন্তু তারপরও সেই খুঁটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৭)