আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম সুস্থ আছেন। পুলিশের কাছে আটক তার ভাই ইকবাল কাসকর এই তথ্য জানিয়েছেন।

পুলিশের জেরায় কাসকর দাবি করেছেন, আসলে দাউদের শারীরিক অসুস্থতা নিয়ে যে খবর ছিল, তা সম্পূর্ণ মিথ্যা। দাউদ পুরোপুরি সুস্থ এবং বহাল তবিয়তেই আছেন।

পুলিশ জানিয়েছে, জেরায় কাসকর আরও দাবি করেছে যে, তার স্ত্রী রিজওয়ানা দুবাইয়ে চার ছেলেমেয়েকে নিয়ে থাকে। গত বছর সেখানে রিজওয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিল দাউদের স্ত্রী মেহজাবিন। তার সঙ্গে পাকিস্তানের পাসপোর্টও ছিল। ওই সময়ই রিজওয়ানের ফোনে ভাবির সঙ্গে কথা হয় কাসকরের।

কাসকরের এই দাবির কোনো সত্যতা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৮ সেপ্টেম্বর চাঁদাবাজির মামলায় ইকবাল কাসকরকে গ্রেফতার করে পুলিশ। মুম্বাইয়ে দাউদের রিয়েল এস্টেট-এর ব্যবসা সামলাতেন কাসকর।

উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল দাউদ ইব্রাহিম। ওই বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়। গত কয়েক বছর ধরে দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচিতে রয়েছেন বলে দাবি করে আসছে ভারত। এ বিষয়ে ভারতের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও বিভিন্ন সময় বলা হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৭)