স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়ে আছে। তাই যে কোনো ধর্মীয় উৎসবে অন্য ধর্মের লোকেরাও যথারীতি সম্মান প্রদর্শন করে থাকেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়ের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বাণীতে এসব কথা বলেছেন এরশাদ।

এরশাদ বলেন, শারদীয় দর্গোৎসব বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই এই উৎসবের মূল চেতনা। সব ধর্মেরই মর্মবাণী তাই। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধর্মীয় চেতনা সর্বদাই প্রতিধ্বনিত হয়।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আমাদের দেশের জনগণ অত্যন্ত ধর্মপ্রাণ। তাই বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় গোটা দেশ যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)