আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ঘোষণা করেছেন বলে অভিযোগ তুলেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এর দোহাই দিয়ে তিনি বলেন, ফলে মার্কিন বোমারু বিমান ভূপাতিত করার অধিকার পিয়ংইয়ংয়ের রয়েছে।

হুমকির সুরে কিমের পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো আরও বলেছেন, তারা এটা করবে। এমনকি যদি মার্কিন যুদ্ধবিমানগুলো উত্তর কোরিয়ার আকাশসীমায় নাও থাকে।

উত্তর কোরিয়ার নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার ট্রাম্পের নির্বাহী আদেশ জারির একদিন পর সোমবার এ অভিযোগ তুললো উত্তর কোরিয়া।

তবে পেন্টাগন কিমের দেশের এ ধরনের অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে পিয়ংইয়ংকে উসকানি বন্ধ করতে বলে সতর্ক করে দিয়েছে।

এদিকে, উত্তর কোরিয়ার এ গুরুতর অভিযোগ ও পেন্টাগনের পাল্টা জবাবের প্রেক্ষাপটে জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, এ ধরনের অগ্নিঝরা বক্তব্য মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে।

পারমাণবিক বোমার পরীক্ষা নিয়ে সম্প্রতি দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রায় প্রতিদিনই এ নিয়ে বাকযুদ্ধে মাতছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জন উং।

সর্বশেষ গত রোববার উত্তর কোরিয়াসহ আরও তিন দেশের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)