মদন ( নেত্রকোনা) প্রতিনিধি : উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে বজ্রপাত রোধকল্পে উপজেলার গুরুত্বপূর্ণ ৮ টি  সড়কের উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকায় শিক্ষার্থীদের সেচ্ছাশ্রমে একযোগে মঙ্গলবার  ১০ হাজার তাল বীজ রোপন করা হয়। ওই দিন সকালে মদন-নেত্রকোনা সড়কের দু’পাশে কেশজানি নামক স্থানে তাল বীজ রোপন  কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুর রহমান ,কৃষি অফিসার মোঃ গোলাম রাসুল, শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান এন আলম, প্রেস ক্লাব সভাপতি মোঃ আল আমীন তালুকদারসহ কেশজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান বলেন, ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে অনেক মানুষের প্রানহানি ঘটায় সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুযোর্গ ঘোষণা করেছে। এই দুর্যোগ প্রশমনকল্পে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ১০ হাজার তাল বীজ উপজেলার ৮ টি সড়কের উভয় পাশে ৩০ কি.মি এলাকায় একযোগে রোপন করা হয়। এ গুলো বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


(এএমএ/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)