কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বজ্রপাত নিরোধক হিসাবে কেন্দুয়া উপজেলার ১৭ টি রাস্তায় একযোগে ১২ হাজার  বীজ রোপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় দুর্গাপুর নওপাড়া রাস্তার দু পাশে তাল বীজ রোপন করে কর্মসূচীর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুকতাদিরুল আহমেদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো; সাইফুল ইসলাম জানান, নেত্রকোনা জেলা একটি বজ্রপাত প্রবণ এলাকা। প্রতিবছর বজ্রপাতে অনেক লোকের প্রাণ হানি ঘটে। তালগাছ বজ্রপাত নিরোধক হিসাবে কাজ করে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেন্দুয়াসহ সারা জেলায় আজ তাল বীজ রোপন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জসীম আহমেদ খোকন প্রমুখ।


(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)