সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা প্রতিষ্ঠানে এডুকেশন ইন্সট্রিটিউশন আইডিফিকেশন নাম্বার (EIIN) কার্যক্রম অনলাইনে সম্পাদনের জন্য উদ্ভোধন করেছেন।

গতকাল সোমবার বেলা ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলাইশিমুল কারিগরি স্কুল এন্ড কলেজের ইন কার্যক্রম উদ্ভোধন করেন।

বলাইশিমুল কারিগরি স্কুল এন্ড কলেজের পরিচালক মো: মুখলেছুজ্জামান সেলিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার প্রতিষ্ঠানের তথ্য শিক্ষামন্ত্রীর নিকট তুলে ধরেন।

এ সময় নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অঞ্চলের পরিচালক প্রপেসর মো: আব্দুল মোতালেব, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওয়ালীউল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যন জাহানারা রোজি, পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন ইন কার্যক্রম উদ্ভোধনের শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানান, জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমান।


(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)৬