কেন্দুয়া  (নেত্রকোনা) প্রতিনিধি : শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসব আমেজেই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এ বিষয়ে প্রশাসনসহ সকল মহলের আন্তরিকতার কোন অভাব নেই। সুতরাং শারদীয়  এ দূর্গোৎসবে কোন প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী এ ধর্মীয় উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাহলে যথাযথ আইনের মাধ্যমেই তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

শারদীয় দুর্গোৎসব শুরুর প্রক্কালে সোমবার রাতে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। প্রধানমন্ত্রীর এ বানীকে হৃদয়ে ধারণ করে শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশ উদযাপনের জন্যে ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জয়দেব চৌধুরী নির্দেশনায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে যে সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও সুষ্ঠুভাবে পূজা উদযাপন অনুষ্ঠানে আন্তরিকতার কোন অভাব ছিল না।

ওসি মো: সিরাজুল ইসলাম কেন্দুয়া উপজেলা ৩৯ টি পূজা মন্ডপের প্রত্যেকটিতে পুলিশ, আনসার, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবক থাকবে।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান ভিজিলেন্স টিম সার্বক্ষণিকভাবে তদারকি করবেন। কাজ করবেন কমিউটিনি পুলিশের সদস্যরা।

এছাড়া সব সম্প্রদায়ের মানুষ বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের লোকজন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সার্বিকভাবে সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। ওসি মো: সিরাজুল ইসলাম আশা প্রকাশ বলেন, কেন্দুয়ার সবক’টি পূজা মন্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই উৎসব আমেজে দুর্গোৎসব সম্পন্ন হবে।


(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)