সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক তরুন আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আব্দুল মতিন বলেছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। দীর্ঘ দিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে আসবে এ ধারণাই খুব স্বাভাবিক। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সবদিক বিবেচনা করেই প্রার্থী মনোনয়ন দিতে হবে।

এ্যাডভোকেট মতিন বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অনেক গুরুত্বপূর্ন একটি নির্বাচন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগকে আবারও সরকারে আসা একান্ত প্রয়োজন। এজন্য আওয়ামীলীগের সব কোন্দল মিঠিয়ে হতে হবে সকলকে ঐক্যবদ্ধ , তবেই নৌকার বিজয় নিশ্চিত করা সম্ভব। পদবঞ্চিত এই নেতা নেত্রকোনা-৩, আসনের কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় মাঠে সরব উপস্থিতি নেই কেন?

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে মুঠোফোনে এ প্রতিনিধি বলেন, নির্বাচনের জন্য জনগণকে সম্পৃক্ত করতে কৌশলগত ভাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যে সব যোগাযোগ রক্ষা করা দরকার তার সবই আমি করে যাচ্ছি। দীর্ঘদিন মাঠে কাজ করে আসছি। গত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক সভা সমাবেশ মিছিল মিটিং করেছি। তৃণমূলের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ প্রাণভরে আমার মুখ থেকে নৌকার কথা শুনেছেন। আমার সেসব কথা জনগণ নিশ্চিই ভুলে যায়নি ভুলবেও না কোন দিন।

তিনি বলেন, গত সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাদেরকে সমর্থন দিয়েছি তারা প্রত্যেকেই বিজয়ের মালা পরে বাড়ি ফিরেছে। এরা সবাই আমার সাথে আছে এবং থাকবে। নির্বাচনী মাঠে প্রায় এক ডজন মনোনয়ন প্রত্যাশী কাজ করেছেন। করছেন সভা, সমাবেশ ও উঠোন বৈঠক কিন্তু আপনিতো তা করছেন না, তাহলে মনোনয়ন কি আপনি পাবেন?

এর জবাবে আব্দুল মতিন বলেন, সার্বিক বিবেচনায় জাতির পিতার কন্যা আমার ভগ্নি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক আমার হাতেই তুলে দেবেন। এতে আমার বিশ্বাসের কোন কমতি নেই। আমি শতভাগ আশাবাদী আগামী নির্বাচনে নৌকা প্রতীক আমিই পাব। আমি এও আশাবাদী নৌকা প্রতীক পেয়ে দলের সকল নেতাকমৃীদের নিয়ে নির্বাচনে জয় লাভও করব। নেত্রকোনা-৩, আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে আমার প্রাণ প্রিয় নেত্রীকে নৌকা প্রতীক দিতে পারব ইনশাল্লাহ। এজন্য চাই সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া।


(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৭)