স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ (বুধবার) এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তিনি শেখ হাসিনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা শেষে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় গলব্লাডারে সফল অস্ত্রোপচার করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৭)