স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজের প্রটোকল ভেঙ্গে অনুনয়-বিনয় করে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী এভাবে আরেক দেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিএনপি নেতারা লজ্জা পেয়েছে কিনা জানি না। তবে আমাদের লজ্জা লেগেছে। এতে সুষমা স্বরাজ নিজেও লজ্জা পেয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় ভোগ্যপণ্য মজুদ রেখে দাম বৃদ্ধি করে। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণ ও ব্যবসায়ী সংগঠনগুলোকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য সরকার জনগণ ও ব্যবসায়ী সংগঠনের পাশে থাকবে। সরকারের পক্ষে সব দোকানে গিয়ে তদারকি সম্ভব নয়। এজন্য জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ৩০, ২০১৪)