কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ২০৮ জন রাখাইন ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মো. মাহবুবুর রহমান এমপি।

কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, রাখাইন নেতা উসুয়ে হাওলাদার, লুফ্রু মাস্টার প্রমুখ।

প্রধানমন্ত্রীর স্পেশাল এ্যফেয়ার্স ডিভিশনের অর্থায়নে এ বৃত্তি প্রদান করা হয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৪৮ জনকে ৬০০ টাকা, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত ৯৮ জনকে এক হাজার টাকা, একাদশ শ্রেণীর ২৫ জনকে ২৪০০ টাকা, উচ্চ শিক্ষার জন্য ৩৭ জনকে তিন হাজার টাকা করে প্রদান করা হয়।

(এমকেআর/এটিআর/জুন ৩০, ২০১৪)