ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের তিনটি পার্কে বিনোদনের নামে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজারে শতাধিক নারী-পুরুষ মিলিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

স্থানীয় বাসিন্দা মানিকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আকচা ইউনিয়নের বাসিন্দা লিটন ইসলাম, মতিন,রায়হান প্রমুখ।

বক্তাগণ অভিযোগ করে বলেন, ওই ইউনিয়নের দেবীগঞ্জ বাজারের দক্ষিণে স্বপ্নজগৎ, বুড়ির বাঁধ এলাকায় কল্পনা রিসট এবং ফাঁড়াবাড়ি এলাকায় চিটাগাং পার্ক নামে তিনটি পার্ক রয়েছে।এসব পার্কে শিশুদের বিনোদনের কথা বলে লোকজনকে আমন্ত্রণ জানানো হলেও ভেতরের অবস্থা উল্টো।পার্কের ভেতরে ছোট ছোট কক্ষে চলছে অসামাজিক কার্যকলাপ ।

এতে স্থানীয় স্কুল-কলেজের ছাত্রীরা স্কুল ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সম্ভ্রম হারাচ্ছে। অপরদিকে ছেলেদের হাতে ইয়াবা ,ফেন্সিডিল ও গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে তাদের বিপথে ঠেলে দেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে,কর্তৃপক্ষ বাইরে থেকে সুন্দরী যৌনকর্মীদের ভাড়া করে এনে পার্কে দেহ ব্যবসা চালিয়ে আসছে। আর বহুবিধ অপকর্মের মাধ্যমে কর্তৃপক্ষ হাতিয়ে নেয় মোটা অংকের টাকা । এহেন অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের সন্তানাদির চারিত্রিক অবক্ষয় রোধে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, আকচা ইউনিয়নের স্বপ্নজগৎ সহ অন্যান্য পার্কে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে গত মাসে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ উত্থাপিত হলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রশাসন ওই তিনটি পার্ক বন্ধ করে দেয়।কিন্তু জড়িতরা আবোরো ভিন্ন নামে ওইসব পার্ক চালুর ব্যপারে তৎপর হলে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।

(এফআইআর/এসপি/অক্টোবর ০৪, ২০১৭)