কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে সোমবার শীলা বৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। পরে অতিথিরা কৃষকদের মাঝে বীজ ধান ও সার সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে শীলা বৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৬৩৫ জন কৃষককের মধ্যে এ বীজ ধান ও সার বিতরণ করা হয়। তন্মধ্যে ৫০০ জন কৃষকের মধ্যে প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী আমন বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। এছাড়াও ১৬৫ জন কৃষকের মধ্যে প্রতিজনকে ১০ কেজি নেরিকা ধান বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমপিও সার বিনামূল্যে প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. লিয়াকত হোসেন খান ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাত হোসেন তালুকদার।


(পিকেআর/এটিআর/জুন ৩০, ২০১৪)