খাগড়াছড়ি প্রতিনিধি : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পার্বত্য খাগড়াছড়ির মহালছড়িতে এক বিএনপি নেতা ও দীঘিনালায় মা ও ছেলে নিহত হয়েছেন। এসময় একই পরিবারের চারজন আহত হয়েছেন।

মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়েরুল হক জানান, শনিবার সকাল ৯টার দিকে মহালছড়ির কুমিল্লাটিলা এলাকার নিজ বাড়িতে বিদ্যুৎ ও ডিসের লাইন আলাদা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হন।

নিহত মো. জসিম উদ্দিন মহালছড়ি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহালছড়ি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

এদিকে শুক্রবার মধ্যরাতে জেলার দীঘিনালার বেতছড়ি এলাকায় হাই ভোল্টেজের কারণে বসতবাড়ির উপর বৈদ্যুতিক তার ছিড়ে পড়লে নিজ বাড়িতেই কালামিলা চাকমা (৪৫) এবং তার ছেলে সত্য জীবন চামকা (২৬) নিহত হয়।

এ ঘটনায় একই পরিবারের আরো চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ০৭, ২০১৭)